Thursday, October 23, 2025

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা নিউজিল্যান্ডের

আরও পড়ুন

ইনজুরি থেকে সুস্থ হওয়ায় নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ও রাচিন রবীন্দ্রকে নিয়েই ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও থাকছেন না সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়ার পর বেছে বেছে সিরিজ খেলছেন তিনি। এ বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে মাঠে নেমেছিলেন উইলিয়ামসন।

আরও পড়ুনঃ  সায়েন্স ল্যাব মোড় অবরোধ ঢাকা কলেজ শিক্ষার্থীদের

উইলিয়ামসনের ছোট ইনজুরি সমস্যাও আছে বলে নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড কোচ রব ওয়াল্টার। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে আবারও উইলিয়ামসন দলে ফিরবেন বলে জানিয়েছেন ওয়াল্টার।

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট ও ২৫ রান করায় দলে জায়গা ধরে রেখেছেন অলরাউন্ডার জেমি নিশাম।

দল থেকে বাদ পড়েছেন টি-টোয়েন্টি ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ১২৮ ম্যাচ খেলা স্পিনার ইশ সোধি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক ম্যাচে বল করার সুযোগ পান তিনি। ২ ওভারে ২৪ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সোধি।

আরও পড়ুনঃ  অ্যাটলির সিনেমায় যশ | কালবেলা

ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজের দলে রাখা হয়নি বেন সিয়ার্স, ফিন অ্যালেন, এডাম মিলনে, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস ও লুকি ফার্গুসনকে। তাই খর্বশক্তির দল নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে নিউজিল্যান্ড।

আগামী ১৮ অক্টোবর থেকে ক্রাইস্টচার্চে তিন ম্যাচের সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এরপর ২৬ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল : মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন ও টিম সেইফার্ট।

আরও পড়ুনঃ  CA urges IFAD to create social business fund for young agri-entrepreneurs in Bangladesh

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ